সারা দেশে ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদর পালিত

সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ইবাদত বন্দেগির মাধ্যমে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর । মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় কেউ বাসায়, কেউবা মসজিদে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির-আজকার করে পবিত্র এই রজনী পার করছেন। তবে এবছর দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও আম্ফানের কারণে এবার মসজিদে উপস্থিতি ছিলো অনেক কম। সামাজিক দূরত্ব বজায় রেজে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে ইবাদত বন্দেগি করতে দেখা গেছে। শবে কদর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে তারাবির নামাজের পর ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়। শবে কদর মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয় এবং এ রাতকে কেন্দ্র করে কোরআন শরিফে ‘আল-কদর’ নামে একটি সূরা অবতীর্ণ করা হয়।