ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তার নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এ খবর নিশ্চিত করেছে। রোববার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। বর্তমানে পুলিশ পুরো বাসভবন ঘিরে রেখেছে। মৃত্যু নিয়ে পরবর্তী তদন্ত শুরু করেছে ইসরায়েল। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, চীনা দূতাবাস জানিয়েছে, তারা এখনো নিশ্চিত নয় যে রাষ্ট্রদূত দু ওয়েই মারা গেছেন। ৫৮ বছর বয়সি চীনা রাষ্ট্রদূতের পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে।
তবে তিনি ইসরায়েলে একাই থাকতেন। তার পরিবার চীনে থাকেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি ইসরায়েলে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শুরু করেন। এর আগে তিনি ইউক্রেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেরুজালেম পোস্টে তিনি মৃত্যুর কিছুদিন পূর্বেই একটি কলাম প্রকাশ করেছিলেন।