চন্দনাইশ ছাত্র সমিতির খাদ্যসামগ্রী প্রদান

“করোনা হারবে মানবতার কাছে” প্রতিপাদ্যে দ্বিতীয় পর্যায়ে চন্দনাইশ ছাত্র সমিতি- চট্টগ্রাম’র উদ্যোগে চন্দনাইশের সাতবাড়িয়া ও আংশিক পৌর এলাকায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সমাজের দরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহারস্বরূপ প্রদান করা হয়। অদ্য ১৭ মে ২০২০ চন্দনাইশ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারির নেতৃত্বে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দনাইশ ছাত্র সমিতির সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন,সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ আরবিন, সমাজ সেবক শহিদুল্লাহ মুন্না, মোঃ জিয়াফ প্রমূখ। এ সময় চন্দনাইশ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন গিফারী জানান, মহামারী কোবিড ১৯ এর কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী রাজনৈতিক কর্মী ও সমাজ কর্মীদের এগিয়ে আসতে হবে। ধারাবাহিকভাবে চন্দনাইশ ছাত্র সমিতি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সাহায্যার্থে নিবেদিত।বিশেষত মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক সংকট নিপতিত হয়েছে, তাদের কাছে গোপনে চন্দনাইশ ছাত্র সমিতির সাহায্য প্রদান অব্যাহত রয়েছে। এ ছাড়াও আসন্ন ঈদের পূর্বে ছাত্র সমিতির উদ্যোগে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে।