আনোয়ারা উপজেলা বিএনপিতে নবীন-প্রবীণ নেতাকর্মী ঐক্যবদ্ধ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপিতে ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে। বিএনপির প্রবীণ ও নবীন নেতারা একাট্টা। দীর্ঘদিনের মান অভিযান ও দ্বিধা দ্বন্দ্ব ভুলে, বিভিন্ন গ্রুপ, উপ গ্রুপের অবসান ঘটিয়ে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১৩ আসনের সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম নেতৃত্বে এক মঞ্চে রাজনীতি করার ঘোষণা দিয়েছে।

বিএনপি নেতা হুমায়ুন কবির আনসারের চট্টগ্রাম নগরের বাসায় দীর্ঘদিনের ক্ষোভ ও ভেদাভেদ ভুলে ঐক্য প্রক্রিয়ার লক্ষ্যে একসাথে প্রবীন ও নবীন নেতারা সোমবার ইফতার করেছেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৃণমূল নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন।

মঙ্গলবার (২৫মার্চ) আনোয়ারা উপজেলা শাহ মোহছেন আউলিয়া (রাঃ) দরগাহ মাঠে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের ঢল নামে।একই মঞ্চে নেতাদের ইফতার মাহফিল জনসভায় পরিণত হয়। বিপুল জনতার উপস্থিতি তৃণমূলে প্রাণ শক্তিকে বৃদ্ধি করেছে। বিএনপি নেতাদের ঐক্য প্রক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ। আনোয়ারার সর্বত্রই বিএনপি’র ঐক্য প্রক্রিয়া আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

বটতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম ঐক্যের ডাক দিয়ে বলেন বিগত ৪৩ বছর ধরে যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তারা দলের স্বার্থে আজ ঐক্যবদ্ধ। আনোয়ারায় বিএনপি সুশৃঙ্খল দল। বিএনপির দূষ্সময়ে আনোয়ারা তৃণমূলের যেসব নেতাকর্মীরা মামলা হামলায় নির্যাতিত হয়েছে, হয়রানির স্বীকার হয়েছে আজ মান অভিমান ভুলে দলের স্বার্থে দেশের স্বার্থে তাঁরা সবাই একই মঞ্চে এক সাথে। তিনি বলেন বিএনপির সুনাম নষ্ট হয় এমন যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। দলের নাম ভাঙ্গে কেউ অপকর্ম করতে চাইলে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দলের সুনাম রক্ষায় প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় তিনি আরও বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির রাজনীতি গণমানুষের রাজনীতি। তাই গণমানুষের অধিকারের কথা বাদ দিয়ে যারা ব্যক্তি স্বার্থ হাসিল করতে চাই এই বিএনপিতে তাদের ঠাঁই হবে না। এসময় তিনি চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে বিপুল ভোটে বিএনপিকে জয়ী করে বেগম জিয়া এবং তারেক জিয়াকে উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন।

বটতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ নুরের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সদস্য এস এম ইলিয়াস করিম মিটু ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হেফাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.মনজুর উদ্দীন চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, যুগ্ম আহ্বায়ক ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল হক,মো.হুমায়ুন কবির চৌধুরী আনচার, মেজবাহ উদ্দীন জাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো.শাহজাহান, আবুল কালাম আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আকতারুন্নবী সাবেক এমপি পুত্র শাহীন জামাল, বদরুল হক চৌধুরী,রফিকুল ইসলাম খোকা,ফরিদ উদ্দীন,ইকবাল হোসেন শিপু, মো.নাজিম উদ্দীন,মো.ইউনুচ চৌধুরী, বিএনপি নেতা মো.হোসেন,যুবদলের সদস্য সচিব মো.ফারুক,যুবদল নেতা মো.জয়নাল,ছাত্রদল নেতা মো.অহিদুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।