আবারো দীঘিনালায় আগুনে পুড়ল ৩০ ব্যবসা প্রতিষ্ঠান

ফের আগুনে পুড়ল খাগড়াছড়ির দীঘিনালার অন্তত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে এ ঘটনা ঘটে।

এর আগে গত ৭ মার্চ শর্টসার্কিট এবং গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেয়া আগুনে লারমা স্কয়ার বাজারের দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে তৃপ্তি হোটেল থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত করা যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, খাগড়াছড়ি, লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর দীঘিনালা জোন, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরইমধ্যে পুড়ে গেছে কাপড়ের দোকান, হার্ডওয়্যার, মুদি দোকান, হোটেলসহ অন্তত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান।

এর আগে গত ৭ মার্চ শর্টসার্কিট ও গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেয়া আগুনে লারমা স্কয়ারে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়।