লালখান বাজারে উদ্ধার অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় মিলেছে, আটক ১

চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর মরদেহের পরিচয় মিলেছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।

একই সঙ্গে তারা জানান, বিয়ে করতে চাপ দেওয়ায় ওই নারীকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। ওই নারীর নাম জ্যোৎস্না আক্তার (২০)। তিনি একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। তিনি পরিবারে সঙ্গে চট্টগ্রামের চান্দগাঁও মোহরা এলাকায় বসবাস করতেন।

এ ছাড়া জ্যোৎনাকে হত্যার ঘটনায় জড়িত প্রেমিক নয়ন বড়ুয়াকে (২৯) গ্রেপ্তার করেছে পিবিআই। নয়ন জেলার রাউজানের পশ্চিম গহিরার মৃত মিলন বড়ুয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্যোৎস্না কাপ্তাই রাস্তার মাথায় কেডিএস গার্মেন্টসে চাকরি করতেন। নয়নের সঙ্গে তার প্রেমঘটিত সম্পর্ক ছিল। গত ফেব্রুয়ারি থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে নগরের ইপিজেড এলাকার বন্দরটিলায় একটি বাসা ভাড়া নেন। সেখানে তারা প্রায়ই একসঙ্গে থাকতেন।

সম্প্রতি জ্যোৎস্না নয়ন বড়ুয়াকে ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন। এ ঘটনায় গত ২২ মার্চ নয়ন গলা টিপে জ্যোৎস্নাকে হত্যা করেন। পরে প্লাস্টিকের বস্তায় মরদেহ ভরে একটি ট্যাক্সিতে করে লালখান বাজার এক্সপ্রেসওয়ের নিচে ফেলে পালিয়ে যান। গত বরিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর নগরের খুলশী থানায় নিহতের বড় বোন তৈয়বা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়।