চট্টগ্রামের সাতকানিয়ায় ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ (৩৮)নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
রোববার (২৩ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল সংলগ্ন জনার কেঁওচিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ নড়াইল জেলার কালিয়া উপজেলার ইলিয়াছবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়নল গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হালিমের ছেলে।
জানা যায়, সাতকানিয়া থানার এসআই (নিরস্ত্র) মং থোয়াই হ্লা চাকের নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল সংলগ্ন জনার কেঁওচিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার গেইটের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান চালিয়ে সোহাগকে আটক করেন। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৬০০ পিচ ইয়াবা পাওয়া যায়। পরে জব্দকৃত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিচ ইয়াবাসহ সোহাগ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।