কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগরের কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

বুধবার (২৬ মার্চ) শ্রদ্ধা নিবেদনকালে অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ জাবেদুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ সুপার (অ্যাডমিন ও ইন্টেলিজেন্স) সঞ্জয় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা রব, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মো. সোহেল রানা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) দেবদূত মজুমদার, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) সৌমিত্র চাকমা, সহকারী পুলিশ সুপার (ক্রাইম) লোপামুদ্রা মহাজনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।