মূল্যতালিকা না দেখানো, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৩ মার্চ) চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি ও পাহাড়তলী এলাকায় অভিযান চালানো হয়।
নগরের কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও সাদমান সহিদ। এ সময় মূল্যতালিকা না দেখানো, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
অন্যদিকে নগরের পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার, রুমানা পারভীন তানিয়া ও মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় বেশি দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ ব্যবসায়ীকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।