হাটহাজারীতে সুবিধাবঞ্চিত শিশুরা পেলেন ঈদ উপহার

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত, বিপন্ন, ঝুঁকিতে থাকা, পথ শিশুরা পেয়েছে ঈদের নতুন পোশাক। কেন্দ্রের উদ্যোগে ঈদ উৎসবের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণের পাশাপাশি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২মার্চ) বাদ আসর কেন্দ্র মিলনায়তনে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, মো. আইয়ুব, ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন। ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের বালক নিবাসী শিশু মোঃ ইমাম।

ইসলামী সংগীত পরিবেশন করেন কেন্দ্রের নিবাসী মোঃ তামিম উদ্দিন জিসান ও মালেসিয়াম বম। এছাড়াও নিবাসী শিশু উর্মি আক্তার ও তার দলের পরিবেশনায় ইসলামী নাশিদ এবং চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বালক ও বালিকা নিবাসী শিশুদের যৌথ পরিবেশনায় ইসলামী নাটিকা ‘রাইকার অপহরণ’- উপস্থিত সকলেই বিমুগ্ধ চিত্তে উপভোগ করেন।

সভা পরবর্তী পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কেরাত ও হামদ/নাত/ইসলাম সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাজিরহাট জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান।