শফিউল আলম, রাউজানঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাউজানের বিভিন্ন মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাউজানের নোয়াপাড়ার খায়েজ মার্কেট,ভারতেশ্বরী প্লাজা,আমির মার্কেট, সতীশ মার্কেট, রাউজান ফকির হাট বাজারের ডিউ বিজি শপিং মল,সিটি সেন্টার,তাহের প্লাজা,চৌধুরী মার্কেট,ছাত্তার মার্কেট,মা মনি শপিং মল, পাহড়তলী চৌমুহনীর মকবুল টাওয়ার, রহমান প্লাজ্্া, ইব্রাহিম টাওয়ার, এন,ডি টাওয়ার, গহিরার নাসির প্লাজা, নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাট, হলদিয়ার আমির হাট, সহ রাউজান পৌরসভার ও ইউনিয়নের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের পছন্দের কেনাকাটার মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিচ, পাঞ্জাবি,শাট, ছোটদের পোশাক, কসমেটিক,জুতা, নিজ নিজ পছন্দের জামাকাপড় ক্রয় করছেন ক্রেতারা।
কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়,শাড়ি,থ্রিপিচ,ছোটদের পোশাক ও কসমেটিকের দোকানে ক্রেতাদের ভিড় বেশি। তবে ক্রেতাদের মধ্যে বেশিরভাগই নারী।ক্রেতাদের আকর্ষণের জন্য দোকান গুলোতে বিভিন্ন নামের নিত্যনতুন ডিজাইনের পোশাক তোলা হয়েছে। কেনাকাটা করতে আসা জেসমিন আকতার বলেন, কয়েকটি দোকান ঘুরে নিজের জন্য ও পরিবারের সদস্যদের জন্য শাড়ী, ত্রিপিছ, জুতা ক্রয় করেছি। ঈদের কেনাকাটা করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সময়ে রাউজানের শপিং! এল, মার্কেট, কাপড়ের দোকান, জুতার দোকাণ গুলোতে করছে ক্রেতারা ।