কক্সবাজারের কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য না থাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে দুইটি জ্বালানী তেলের দোকান এবং একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বড়ঘোপ ইউনিয়ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য না থাকার অপরাধে হাসপাতাল গেইটে ঢাকা বেকারিকে ১৫ হাজার টাকা,জ্বালানী তেল ওজনে কম দেওয়ায় কলেজ গেইটে তেল ব্যবসায়ি সেলিম স্টোরকে ১০ হাজার টাকা, উপজেলা গেইটে কাশেম স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে কক্সবাজার বিএসটিআই এর পরিদর্শক রনজিত মল্লিক, থানার এসআই মোজাম্মেল হকসহ কক্সবাজার বিএসটিআই একটি টিম,পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।