পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেলওয়ে ট্রেনিং কার্যক্রম স্থগিত

করোনা ভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমির সকল প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমির রেক্টর মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অ্যাকাডেমিতে প্রকৌশল বিভাগের এসএই ও এসএসএই (প্রশিক্ষণের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি হতে ২৩ জুন পর্যন্ত ১৮ সপ্তাহ) মোট ২১ জন, এমএস (প্রশিক্ষণের মেয়াদ ৯ ফেব্রুয়ারি হতে ১১ জুন পর্যন্ত ১৮ সপ্তাহ) মোট ২০ জন, বুকিং সহকারী (প্রশিক্ষণের মেয়াদ ৫ ফেব্রুয়ারি হতে ৭ এপ্রিল পর্যন্ত ৯ সপ্তাহ) মোট ২৩ জনের মৌলিক কোর্স চলমান ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতির কারণে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হলো।

পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও প্রশিক্ষণ কার্যক্রম চালু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।