খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার(৮ মার্চ) বিকেলে ঘটনাস্থল থেকেই ১২ বছর বয়সী থৈঅং প্রু মার্মার মরদেহ উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অপর্ণা চৌধুরী পাড়ার এক বাড়িতে গৃহ-পরিচায়ক হিসেবে কাজ করতেন থৈঅং প্রু মার্মা । ওই বাড়ির মালিকের স্ত্রী মাসিনু মার্মা বেলা সাড়ে ১১ টার দিকে থৈঅং প্রুকে বাসায় রেখেই বাইরে যান। ঘণ্টা খানেক পর ফিরে আসেন তিনি। গেইট খোলার জন্য থৈঅংকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে প্রতিবেশীর সহযোগিতায় দেয়াল পার হয়ে গেইট খোলা হয়। সেই সময় বাড়ির উঠানের বালুর স্তূপের ওপর পড়ে ছিল শিশুটির নিথর দেহ। ঘটনাটি দুপুরে ঘটলেও সেটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত থৈঅং প্রু মার্মা গুইমারা উপজেলার দেওয়ানপাড়া গ্রামের থঅংগ্য মার্মার ছেলে। গত এক বছর আগে, জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার এই বাড়িতে গৃহ পরিচায়ক হিসেবে থাকতে আনা হয় তাকে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর মুল কারণ সম্পর্কে বলা যাবে। এছাড়া আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।