ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্ভুক্ত ব্যুরো অব বিজনেস রিসার্স আগামী ১১-১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ দুদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে।
কনফারেন্স এর থিম ” The future of Business: Innovation, Technology and Sustainability’ নির্ধারণ করে ৬ টি ভিন্ন ট্র্যাকে গবেষণা পত্র আহবান করেছে দেশি-বিদেশি একাডেমিশিয়ান, গবেষক, কর্পোরেট, ও গবেষণা ছাত্র ছাত্রীদের নিকট থেকে।
কনফারেন্স সংক্রান্ত সকল আপডেট জানতে ওয়েব পেইজ: http://www.cu.ac.bd/bbr/ ক্লিক করুন। এছাড়া গবেষণা পত্র জমা দান করতে মেইল করতে হবে: bbrfba@cu.ac.bd বরাবর।
এবারের আন্তর্জাতিক কনফারেন্সে নির্বাচিত গবেষণা পত্র উপস্থাপনের পাশাপাশি পোস্টার প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে কনফারেন্স কার্যকরী কমিটির। বিভিন্ন ট্র্যাকে বেস্ট পেপার এওয়ার্ডের পাশাপাশি South Asian Journal of Management (SAJM), Bank Parikrama, Chittagong University Business Administration Journal এর মতো নামকরা জার্নালে নির্বাচিত গবেষণা পত্র প্রকাশের সুযোগও রয়েছে। কনফারেন্সে অংশ নেয়া গবেষকদের জন্য সার্টিফিকেট ও সাইটসিইং ট্যুরের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কনফারেন্স আয়োজক কমিটি।