শফিউল আলম, রাউজান ঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
গত ৭ মার্চ শুক্রবার বিকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম রাউজান ডাক্তারখানা এলাকায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আব্দুল হাকিম সেলিম। মাইজভাণ্ডারী গাউসিয়ান হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক সাদিকুজ্জামান শফির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য জাকের হোসেন মাষ্টার।
বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার. সমাজসেবক মহিউদ্দিন জীবন, সমন্বয়ক মামুন মিয়া,আবু তৈয়ব মাষ্টার,কাজী আসলাম উদ্দিন, নাজিমুদ্দিন, মাওলানা নাছির উদ্দীন, রাউজান প্রেস সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।