সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩৮তম অর্থ কমিটির সভা ৯ মার্চ (রোববার) সকাল সাড়ে ১১টায় স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অর্থ কমিটি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস—চেয়ারম্যান শফিক উদ্দিন ও লিয়াকত আলী চৌধুরী, উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, অধ্যাপক ড. ইসরাত জাহান, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, জমির উদ্দিন ও শাহাদাত হোসেন সহ হিসাব শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সার্বিক কার্যবিবরণী উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন কোষাধ্যক্ষ।
আলোচনায় ৩৫, ৩৬ ও ৩৭তম অর্থ কমিটির সভার গৃহিত পদক্ষেপ ও প্রস্তাবনা নিশ্চিতকরণ, জুলাই ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আয় ব্যয় বিবরণী উপস্থাপন, ভবন সম্প্রসারণ কাজের বাজেট প্রণয়ন, জমিক্রয়, প্রস্তাবিত বিভিন্ন খরচের অনুমোদন সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি খলিলুর রহমান।