চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ড এ দুই দলেরই সেমিফাইনালে খেলা নিশ্চিত। শীর্ষে থেকে শেষ চারে যাবে কোন দল তা নির্ণয়ের ম্যাচে রোববার(২ মার্চ) মুখোমুখি লড়াইয়ে নেমেছে এ দুই দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার। আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দলও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি।
শুবমান গিল, রোহিত ও বিরাট কোহলি সাজঘরে ফিরেন দ্রুতই। এরপর শ্রেয়াস আইয়্যারের ৭৯ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রানের সংগ্রহ গড়তে পেরেছে ভারতীয়রা।
আগে ব্যাট করতে নেমে রোববার(২ মার্চ) ভারতের শুরুটা হয়েছে বাজে। শুরুতেই সাজঘরের পথ ধরেন গিল। এরপর দ্রুতই আউট হন রোহিতও। দুই ওপেনারকে হারিয়ে ভারত যখন চাপে তখনই আউট হন বিরাট কোহলিও। ম্যাট হেনরির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্লেন ফিলিপ্স দুর্দান্ত এক ক্যাচ নিলে আউট হন কোহলি।
দলীয় ৩০ রানে কোহলি আউট হওয়ার পর অক্ষর প্যাটেলকে নিয়ে দলের হাল ধরেন আইয়্যার। এ দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েছিলেন ৯৮ রানের জুটি। কিউই বোলারদের দেখশুনে খেলে দুজন মিলে স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন। তবে অক্ষর আউট হন ৪২ রান করেই।
এদিকে অক্ষর সাজঘরে ফিরলেও টিকে ছিলেন শ্রেয়াস। কিউই বোলারদের সামলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান তিনি। তবে দলীয় ১৭২ রানে তিনিও বিদায় নেন। আউট হওয়ার খেলেছেন ৯৮ বলে ৭৯ রানের ইনিংস। এরপর শেষদিকে হার্দিক পান্ডিয়া খেলেছেন ৪৫ বলে ৪৫ রানের ইনিংস। তার এ ইনিংসের সুবাদেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রানের দেখা পায় ভারত।