করোনার প্রকোপের মাঝেই অনুশীলন শুরু করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ছোট ছোট ভাগে স্বাস্থ্য বিধি মেনেই অনুশীলন সেরেছে ফ্লিক্স শিষ্যরা। ১৬ মে থেকে বুন্দেসলিগা শুরু করতেই এমন প্রস্তুতি বাভারিয়ানদের। অন্যদিকে, চূড়ান্ত হয়েছে জার্মান কাপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি। যেখানে প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আতিথ্য দেবে এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
একটা অস্থির সময় পার করছে ফুটবল বিশ্ব। একটা ভাইরাস থমকে দিয়ে জিবনের গতি। তবে মানুষ যে হাল না ছেড়ে দেয়ার দলে। তাইতো ঘুরে দাড়ানোর একটু প্রচেষ্টা। শিগগিরই শুরু হচ্ছে বিশ্বের বেশ কিছু লিগ। এর জন্য ইতোমধ্যে মাঠে অনুশীলনে নেমেছে অনেক নামী দামী ক্লাবগুলো। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ তার মধ্যে অন্যতম।
১৬ মে থেকে মাঠে গড়ানোর কথা জার্মানির প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। সেজন্য ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন শুরু করেছে জার্মানির সবচেয়ে সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখ। মাঠে কোচ হ্যান্স ডিয়েচার ফ্লিক্সের অধীনে দীর্ঘ দুই মাস পর নিজেদের ঝালাই করতে নেমেছিলেন লোয়ানডোস্কি-কৌতিনহোরা।
করোনার কারণে অনেক দেশের ফুটবলাররা জার্মানিতে ফিরেছেন। তবে তাদের বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিন করতে হয়েছে। তবে খেলা শুরু হলেও মাঠে কোনো দর্শক থাকতে পারবে না বলে জানিয়েছে জার্মান লিগ কর্তৃপক্ষ। আর তাদের রাখাও হচ্ছে মাঠের কাছাকাছি কোনো হোটেলে। স্বাস্থ্যবিধি মেনেই বাভারিয়ানরা অনুশীলন সেরেছে। সবারই প্রত্যাশা ৩০ জুনের মধ্যে লিগ সম্পূর্ণ করতে পারবে ক্লাবগুলো।
এদিকে, বুন্দেস লিগার মত জার্মান কাপের ফাইনালের সূচিও চূড়ান্ত করে ফেলেছে দেশটির ফুটবল ফেডারেশন। ৪ জুলাই হবে জার্মান কাপের ফাইনাল। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দর্শকহীন মাঠে লড়াই হবে শিরোপার। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন-ডিএফবি।
২৩ মে বার্লিনে ফাইনাল হওয়ার কথা থাকলেও করোনার থাবায় স্থগিত করা হয় প্রতিযোগিতাটি। সেমিফাইনালে এসে আটকে যায় জার্মান কাপ। তবে নতুন সূচিতে দুই সেমিফাইনালে সূচি ৯ ও ১০ জুন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। যেখানে প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আতিথ্য দেবে এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট। অন্যটিতে বেয়ার লেভারকুসেন মুখোমুখি হবে সারব্রুকেনের দল। করোনার মাঝেও ইউরোপের প্রথম দেশ হিসেবে ঘরোয়া লিগ শুরু করতে যাচ্ছে জার্মানী । ইতোমধ্যে কোভিড-১৯ থাবায় দেশটিতে মারা গেছে প্রায় সারে ৭ হাজার মানুষ।