এক্স–এ নতুন ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ ফিচার চালু

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স এবার ব্যবহারকারী প্রোফাইলে যুক্ত করেছে একটি নতুন স্বচ্ছতা ফিচার—‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’। এই ফিচারের মাধ্যমে যে অ্যাকাউন্টটি দেখা হচ্ছে তার দেশভিত্তিক অবস্থান, ইউজারনেম কতবার বদলেছে, অ্যাকাউন্ট তৈরির তারিখ এবং কোন অ্যাপ স্টোর ব্যবহার করে অ্যাপটি ইনস্টল করা হয়েছে—এসব তথ্য জানা যাবে।

এআই–নির্ভর যুগে বট শনাক্ত করা এবং ভুয়া অংশগ্রহণ রোধ করা এখন বড় চ্যালেঞ্জ। এক্স মনে করছে, নতুন এই ফিচার সেই সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। গত অক্টোবরে এক্সের প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার প্রথম এই ফিচারের পরিকল্পনার কথা জানান। পরীক্ষামূলকভাবে প্রথমে তাঁর নিজের ও প্রতিষ্ঠানটির কর্মীদের প্রোফাইলে ফিচারটি দেখা যায়।

ফিচারটির মূল উদ্দেশ্য—ব্যবহারকারী যেন বুঝতে পারেন তারা সত্যিকারের কোনো প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করছেন, না কি কোনো ভুয়া বা বিভ্রান্তিকর অ্যাকাউন্টের সঙ্গে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রোফাইল বায়োতে ‘যুক্তরাষ্ট্র’ লেখা থাকলেও নতুন ফিচারে যদি দেখা যায় অ্যাকাউন্টটি অন্য দেশভিত্তিক, তাহলে তা সন্দেহের কারণ হতে পারে।

গত সপ্তাহান্তে বিয়ার এক পোস্টে জানান, একজন ব্যবহারকারী ফিচারটি বাধ্যতামূলকভাবে সব প্রোফাইলে দেখানোর আবেদন করলে মাস্ক তাকে জবাব দেন—“আমাকে ৭২ ঘণ্টা সময় দিন।” এরপর থেকেই অনেক ব্যবহারকারী নিজেদের প্রোফাইলে নতুন তথ্য দেখতে পাচ্ছেন।

ওয়েব বা মোবাইল অ্যাপে প্রোফাইলের ‘Joined’ অংশে ক্লিক করলে ব্যবহারকারী দেখতে পাবেন—
অ্যাকাউন্ট কবে তৈরি হয়েছে
কোন দেশ বা অঞ্চলভিত্তিক থেকে একাউন্টটি খোলা হয়েছে
কতবার ও কখন নাম পরিবর্তন হয়েছে
কোন অ্যাপ স্টোর ব্যবহার করে এক্স–এ যোগ দিয়েছেন

তবে এখনো অনেকেই অন্যদের প্রোফাইলে এসব তথ্য দেখতে পাচ্ছেন না। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ বলছে, এক্স সম্ভবত প্রথমে ব্যবহারকারীদের নিজ নিজ তথ্য যাচাই করার সময় দিচ্ছে, তারপর সবার জন্য দৃশ্যমান করবে।

এক্স ব্যবহারকারীদের আরেকটি নিয়ন্ত্রণও দিচ্ছে—তারা চাইলে প্রোফাইলে দেশ, অঞ্চল বা মহাদেশ কোনটি প্রদর্শিত হবে তা নিজে বেছে নিতে পারবেন। যদিও শুরুতে ধারণা দেওয়া হয়েছিল যে এই বিকল্প সব দেশে থাকবে না, বাস্তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাও এই তিনটি অপশনই পাচ্ছেন। ডিফল্ট হিসেবে দেখানো হয় দেশ।

এ পরিবর্তন আনতে যেতে হবে— Settings → Privacy & Safety → About Your Account

এদিকে এক রিভার্স ইঞ্জিনিয়ার এক্স অ্যাপের কোড পরীক্ষা করে দেখেছেন, প্ল্যাটফর্মটি সম্ভবত নতুন একটি সতর্কবার্তা যুক্ত করতে পারে। যদি কেউ ভিপিএন ব্যবহার করে অবস্থান আড়াল করেন, তবে প্রোফাইলে বার্তা দেখাতে পারে—“অ্যাকাউন্টের দেশ/অঞ্চলের তথ্য সঠিক নাও হতে পারে।” এই ফিচার কখন আসবে তা এখনো নিশ্চিত নয়।

নতুন ফিচার নিয়ে এক্স আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, বিয়ার ব্যবহারকারীদের পোস্ট দেখে মজার ছলে বলেছেন—“মনে হচ্ছে, মানুষ নতুন ফিচারটি পাওয়া শুরু করেছে!”

উল্লেখ্য, এই ধরনের স্বচ্ছতা টুল প্রথম নিয়ে এসেছে এমন নয় এক্স। ইনস্টাগ্রাম বহুদিন ধরেই ‘About This Account’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের অতিরিক্ত তথ্য দেখানোর সুবিধা দিচ্ছে।