রাউজানে অস্ত্র-গুলি ও ইয়াবা সহ চিহ্নিত সন্ত্রাসী আটক

শফিউল আলম, রাউজানঃ রাউজান থানা পুলিশের একটি চৌকস দল ২২ নভেম্বর (শনিবার) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে রাউজান সুলতানপুর এলাকা হতে চিহ্নিত সন্ত্রাসী আবু সাইদ রিপন (৩৭)কে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১টি এলজি, ৪ রাউন্ড কার্তুজ,২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

এছাড়াও ২০ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে ১ টি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২ টি তলোয়ার উদ্ধার কারা হয়। সন্ত্রাসী রিপনের বিরুদ্বে মাদক,ডাকাতি, অস্ত্র ও খুন সহ ১৫ টি মামলা আদালতে বিচারধীন রয়েছে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান সন্ত্রাসী রিপনের কাছ থেকে উদ্বার করা অস্ত্র ও গুলি ইয়াবা উদ্বারের ঘটনার বিষয়ে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।

২৩ নভেম্বর (রবিবার) সন্ত্রাসী রিপনকে আদালতে সোপর্দ করা হয়েছে। নিরাপদ রাউজান গড়তে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।