কক্সবাজারের টেকনাফের পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা আবারও দুই ব্যক্তিকে অপহরণ করেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে এই দুজনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম।
অপহরণের শিকার দুই জন হলেন– জাহাজপুরা এলাকার আবসার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮); আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।
ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুজন গরু নিয়ে পাহাড়ের পাশে গেলে মুখোশধারী সন্ত্রাসীরা তাদের গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখেছেন স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা জানিয়েছেন, জনপ্রতিনিধির মাধ্যমে খবরটি পাওয়ার পর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
এর আগে, ৫ ফেব্রুয়ারি সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া এবং বাইন্ন্যাপাড়া এলাকার ১৫ জন স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। একপর্যায়ে স্থানীয় চাকমাপাড়া-সংলগ্ন এলাকার পূর্ব পাশের পাহাড়ি এলাকায় একদল অপহরণকারী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে পাঁচ জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়।
উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়েছে।