সেলিম উদ্দীন, ঈদগাঁও: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেছেন, বিগত হাসিনা সরকারের ১৫ বছর ধরে বিএনপি ধ্বংসের জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। হাজারো নেতাকর্মীকে খুন-গুম ও দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া হতে শুরু করে লক্ষ লক্ষ নেতাকর্মীকে হয়রানী মুলক মামলা দেয়া হয়েছে।
দেশের সাধারণ মানুষ বিএনপির সাথে থাকার কারনে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। অপরদিকে আওয়ামীলীগ কে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলন ও কাউন্সিলের শুভ উদ্ভোধন করেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক আবু তাহের চৌধুরী।
পোকখালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আখতার উদ্দীন বাবুলের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ ইছমাইলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন
ঈদগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছানাউল্লাহ, সিনিয়র যুগ্ন সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুকুর, যুবনেতা মোঃ আজমগীর, বেলাল উদ্দিন, আজিজুল হক রুবেল ও কামাল হোসেন মেম্বার প্রমুখ।