চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল হাউজ অব ডিবেটার্সের আয়োজনে ১ম ভাষা দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় চবি শাহ আমানত হলে বিতর্কের প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হয়।
৫ রাউন্ড বিতর্ক শেষে ফাইনালে পরিসংখ্যান বিভাগ ও রসায়ন বিভাগ মুখোমুখি হয়। ফাইনালে ৩-০ ব্যালটে পরিসংখ্যান বিভাগ বিজয়ী হয়। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন পরিসংখ্যান বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী জুবায়ের সরকার। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক হন পরিসংখ্যান ২১-২২ সেশনের মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবদুল আলীম, জনাব ফজলে এলাহী, জনাব মো.ফরহাদ উদ্দিন, জনাব মুহাম্মদ রহমতুল ইসলাম ও ড.মুহাম্মদ আশরাফুল ইসলাম।