চানখারপুলে হত্যার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ আগামী ২২ এপ্রিল

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর চানখারপুলে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পড়েছে আগামী ২২ এপ্রিল।

প্রসিকিউশনের করা আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

এছাড়া এই মামলার আসামি শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) আরশাদ হোসেন এবং কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিককে একদিন করে রিমান্ডে পাঠানোরও আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম এবং প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার ও গাজী এমএইচ তামিম।

বিএম সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, গত অগাস্টে চানখারপুলে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালের মামলার (আইসটিবিডি ১/২৫) আসামি শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন প্রামানিক ও সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাকলে।

“প্রসিকিউশন তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময়ের আবেদন করে। ট্রাইবুনাল ওই আবেদন মঞ্জুর করে আগামী ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রেখেছেন।

“আরশাদ হোসেন ও ইমাজ হোসেন প্রামাণিককে রিমান্ডেরও আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইবুনাল আগামী ২ মার্চ আরশাদ হোসেনকে একদিনের এবং ৩ মার্চ ইমাজ হোসেন প্রামানিককে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে।”

সুলতান মাহমুদ আরও জানিয়েচেন, বাড্ডা-রামপুরা এলাকার এস আই চঞ্চল কুমার সরকারকেও রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল প্রসিকিউশন।

ট্রাইব্যুনাল আগামী ২৭ ফেব্রুয়ারি এস আই চঞ্চলকে একদিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছে।