করাচি ন্যাশনাল স্টেডিয়ামে রান উঠবে না, এটা যেন চিন্তাই করা যায় না। হাই স্কোরিং উইকেটগুলোর একটি।
বরাবরের মত এবারও দক্ষিণ আফ্রিকা করাচিতে রানের বন্যা বইয়ে দিলো আফগানিস্তানের সামনে। টস জিতে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও আরও তিনটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে আফগানিস্তানের সামনে ৩১৬ রানের লক্ষ্য বেধে দিলো প্রোটিয়ারা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগেরদিন খেলা হয়েছে দুবাইয়ে। আজ হলো করাচিতে এবং ‘বি’ গ্রুপের এটাই প্রথম ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।
ব্যাট করতে নেমে শুরু থেকেই খুব নিয়ন্ত্রিত ব্যাটিং করতে থাকে দক্ষিণ আফ্রিকা। যদিও ২৮ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হযে যান দুই ওপেনার রিকেলটন ও টনি ডি জর্জি। ২৮ রানের মাথায় আউট হয়ে যান টনি ডি জর্জি। এরপরই ঘূরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা মিলে গড়ে তোলেন ১২৯ রানের অনবদ্য জুটি।