বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি একুশে পদক। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এই পদক পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘নারী ফুটবল দল দেশকে বিশেষভাবে সম্মানিত করেছে। তাদের পদক দিতে পেরে আমরা আনন্দিত।’
খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে বাংলাদেশের সাফ কন্টিনজেন্ট ছিল ৩২ জনের। দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের কাছ থেকে পদক গ্রহণ করেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এই সময় তার সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক মারিয়া মান্দা।
একুশে পদক পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাবিনা খাতুন বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের পদকে মনোনয়ন দেওয়ার জন্য। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন স্যার নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ম্যাডাম, বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্যারকেও ধন্যবাদ জানাতে চাই। তারা ফুটবল উন্নয়নে কাজ করছেন।’