বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ফেলতে হলে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করা এখন সময়ের অনিবার্য দাবি। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো জাতীয় সিদ্ধান্ত টেকসই হতে পারে না। জনগণই দেশের মালিক, তাদের ভোট ও মতামতের ওপর ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কক্সবাজার ৩ (সদর-পৌরসভা) সংসদীয় আসন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। জুলাই সনদের মাধ্যমে জনগণকে একটি নতুন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেই সনদকে বাস্তবে রূপ দিতে হলে একটি নিরপেক্ষ গণভোটের মধ্য দিয়েই জনগণের রায় গ্রহণ করতে হবে। অন্যথায় সেই সনদ কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতা নয়, ন্যায়ের রাজনীতি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষ পাবে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার। গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে হলে সবার অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে হবে।
জেলা নায়েবে আমীর ও আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে জেলা সাংগঠনিক সেক্রেটারি ও আসন সচিব আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর,
বিশেষ অতিথি জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল প্রমুখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন আমীর শহীদুল্লাহসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের শতাধিক প্রতিনিধি।











