টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ থেকে ৪০ হাজার ইয়াবার চালান নিয়ে ফেরার পথে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

গ্রেফতার মোহাম্মদ আলা উদ্দীন (২৫) উখিয়ার পালংখালীর থাইংখালী গজুঘোনা এলাকার আব্দুল খালেকের ছেলে।

র‍্যাব-১৫ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, বুধবার দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কে হ্নীলা নয়াবাজার এলাকায় অস্থায়ী চেকপোস্টে উখিয়ার এক মাদক কারবারিকে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে র‍্যাব-১৫। এসময় তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।