“সন্দ্বীপ আমার ঠিকানা ” গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উম্মেচন

গত ৮ ই ফেব্রুয়ারী ২৫ শনিবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার একটি রেস্টুরেন্টে মোঃ মিজানুর রহমান লিখা
“সন্দ্বীপ আমার ঠিকানা ” গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উম্মেচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুস্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এম এ হাশেম আকাশ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যাপক খালেদ মাহমুদ, সভাপতি, সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও রিসার্চ সেন্টারের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহেদুর রহমান খাঁন। এই সময় তিনি বলেন আমরা সন্দ্বীপের মানুষেরা সব দিকে এগিয়ে আছি। শিক্ষা দিকে, ব্যবসা বানিজ্য, সরকারী উচ্চ পর্যায়ে অনেক কর্মকর্তা আছেন। আমাদের মধ্যে অনেক লেখক কবি সাংবাদিক আছেন। শুধু আমাদের যোগাযোগ একটু অসুবিধা আছে। আমি সন্দ্বীপকে মনে লালন করি ঠিক মিজানুর রহমান ও মনে লালন ও ধারন করেন বলে “সন্দ্বীপ আমার ঠিকানা ” লিখেছেন। এই বই লিখতে তাকে অনেক সময় দিতে হয়েছে, অনেক পড়তে হয়েছে, জানতে হয়েছে। তাকে কঠুর পরিশ্রম করতে হয়েছে। “সন্দ্বীপ আমার ঠিকানা ” বইটি আমাদের কে উপহার দেওয়ার জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরে তিনি বইটির মোড়ক উন্মেচন করেন।
স্বাগত বক্তব্য রাখেন লেখক মোঃ মিজানুর রহমান। বইয়ের প্রকাশক আমেরিকা থেকে অনলাইনে বক্তব্য ও উদ্বোধন করেন আব্দুল কাদের মিয়া। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ডিপার্টমেন্ট অফ মার্কেটিং চবি প্রফেসর ডঃ ফুয়াদ হাসান,
ডিপার্টমেন্ট ও ক্যামেস্ট্রি, চবি প্রফেসর ডঃ ফয়সাল ইসলাম চৌধুরী,
অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন এডভোকেট কফিল উদ্দিন, মুফতি দেলোয়ার হোসাইন, অধ্যাপক হুমায়ুন কবির ও এ কে হুমায়ুন কবির মাসুদ চৌধুরী প্রমুখ।উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র রিচার্স অফিসার, বি এফ আর আই মোঃ গোলাম কিবরিয়া প্রমূখ।