চট্টগ্রামে করোনার ব্যপক বিস্তার

ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডিতে করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় চট্টগ্রামের আরও ২৭ জনের আক্রান্ত শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে বিআইটিআইডিতে ২৪৮ টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে ৪ জন অন্য জেলার বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চতুর্থ দিনের পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নগরের ৪৭ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৪ জন। চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলার রয়েছেন ১জন। এছাড়া পুরাতন একজন রোগীর দ্বিতীয় বার নমুনা পরীক্ষায় করোনা image পজেটিভ আসে এ ল্যাবে।

নতুন করে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

এর আগে সন্ধ্যায় সিভাসুর ল্যাবে আরো দুজনের করোনা পজেটিভ ধরা পড়ে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত হয় লোহাগাড়া উপজেলার ৪ জনেএবং সাতকানিয়া উপজেলার ১ জন। এনিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে ৮৫ জনে।

চট্টগ্রামে শনাক্ত যারা :

বিআইটিআইডির ল্যাবে শনাক্তদের মধ্যে সীতাকুন্ডের বাড়ককুন্ড এলাকার ৩৫ বছর বয়ষী পুরুষ, সিডিএ কর্ণেলহাট এলাকার ৩৮ বছরের পুরুষ, পাথরঘাটা এলাকার ৫৭ বছর বয়সী পুরুষ, খুলশীর ঝাউতলা এলাকার ৪৬ বছর বয়সী নারী ও ২৮ বছর বয়সী যুবক, রিয়াজউদ্দিন বাজারের ২৮ বছর বয়সী যুবক, ২ নম্বর গেট বেলভিউ’র ৩৫ বছর বয়সী পুরুষ, বহদ্দারহাট এলাকার ৪০ বছর বয়সী নারী ও ৫২ বছর বয়সী বৃদ্ধ, পতেঙ্গা নেভী গেট এলাকার ৫৭ বছর বয়সী বৃদ্ধ, লাভলেইন এলাকার ৫৭ বছর বয়সী বৃদ্ধ, চেরাগিপাড়ার এলাকার ২১ বছর বয়সী যুবক, দারুস সালাম মসজিদে এলাকার ২৬ বছর বয়সী যুবক, কর্ণেলহাটের ৬৫ বছর বয়সী বৃদ্ধ, আকবরশাহ এলাকার ৩২ বছর বয়সী পুরুষ, দামপাড়া পুলিশ লাইনের ৫০ বছর বয়সী ও ৪৮ বছর বয়সী পুলিশ সদস্য। ৪৪ বছর বয়সী আরেক পুলিশ সদস্য, অলংকার এলাকার ৫২ বছর বয়সী বৃদ্ধ, হালিশহর নয়াবাজার এলাকার ২৮ বছর বয়সী যুবক, হালিশহর এলাকার ২৮ বছর বয়সী আরেক যুবক, ৪০ বছর বয়সী পুরুষ, দুই নম্বর গেট মেয়র গলির চশমা হিলের ১৮ বছর বয়সী তরুনী, ৫৬ বছর বয়সী বৃদ্ধ ও ৬৫ বছর বয়সী বৃদ্ধা, পাঁচলাইশ এলাকার এক পুরুষ, রাঙ্গুনিয়া এসি ল্যান্ড অফিস কর্মকর্তার ২ বছর বয়সী শিশু রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত হওয়াদের মধ্যে বেটারি গলির ৩৬ বছর বয়সী পুরুষ, বন্দর এলাকার ৩৫ বছরর বয়সী পুরুষ, বন্দরের বাদামতলী এলাকার ২৩ বছরের যুবক, হাটহাজারীর ৬৯ বছরের প বৃদ্ধ, আকবরশাহ এলাকার একেখান রোডের ৫৭ বছর বয়সী বৃদ্ধা, দক্ষিণ বআকলিয়া এলাকার ৩৭ বছরের পুরুষ, হালিশহর বৌ বাজার এলাকার ২২ বছরের যুবক, ৪৬ বছর বয়ষী এক সাংবাদিক, কোতোয়ালী এলাকার ৫২ বছরের বৃদ্ধ, পটিয়ার ২৭ বছর বয়সী যুবক, কোতোয়ালীর ৭২ বছরের বৃদ্ধ, হালিশহরের ৫০ বছরের বৃদ্ধ, বন্দরের নিমতলার ৩২ বছরের পুরুষ, অক্সিজেন এলাকার ৩২ বছরের পুরুষ, পতেঙ্গা এলাকার ৫৫ বছরের বৃদ্ধ, আল ফালাহ গলির ৫৫ বছরের বৃদ্ধ, সাগকিা এলাকার ৫০ বছরের বৃদ্ধ, ২০ বছরের যুবক, ৫১ বছরের বৃদ্ধ, দেওয়ানহাট এলাকার ৮ বছরের কন্য শিশু, ৩০ বছরের নারী, একই পরিবারের ৬, ৪, ৪ বছরের শিশু, ৩৭ বছরের পুরুষ, ডবলমুরিংক এলাকার ৩৫ বছরের পুরুষ একই পরিবারের ৩২ বছর বয়সী নারী, ১০ ও ৬ বছরের শিশু এবং একই পরিবারের ১০ মাসের শিশু রয়েছে। ডবলমুরিং এলাকার ৫৫ বছরের বৃদ্ধ, পতেঙ্গার ৩০ বছরের নারী, বায়েজিদের ৪৫ বছরের পুরুষ, ইপিজেডের ৩২ বছরের পুরুষ, কোতোয়ালীর ৫৪ বছরের বৃদ্ধ, বন্দর এলাকার ৩১ বছরের পুরুষ, বাকলিয়ার ৬০ বছরের বৃদ্ধা, পাঁচলাইশের ২৬ বছরের নারী, পটিয়া ৫৮ বছরের বৃদ্ধ, সন্দ্বীপের ৬০ বছরের বৃদ্ধ, খাতুনগঞ্জের ৩৯ বছরের পুরুুষ, হালিশহরের ৪৪ বছর বয়সী পুরুষ, ডবলমুরিংয়ের ৩৫ বছর বয়সী পুরুষ, পতেঙ্গার ৫৩ বছরের বৃদ্ধ, আগ্রাবাদের ৫৮ বছরের বৃদ্ধ, বন্দর ফকিরহাটের ১৮ বছরের তরুনী, বদেরপট্টির ২৯ বছরের যুবক, আগ্রাবাদের ৫৩ বছরের বৃদ্ধ, পাহাড়তলীর ৭০ বছরের বৃদ্ধ, কোতোয়ালীর ৩৪ বছরের নারী, ৫১ বছরের বৃদ্ধ, ৭৩ বছরের পুরুষ রয়েছেন।