কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলীয় পাহাড়ের ঢালুতে ধান চাষ পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত নুরুল ইসলাম (৪৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেংছড়ি গ্রামের মৃত বদিউর রহমান রহমানের পুত্র বলে উখিয়া থানার পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ছেপটখালী এলাকায় ধান চাষে হাতি তাড়াতে যান কৃষক নুরুল ইসলাম। এ সময় হাতির আক্রমণের শিকার হন তিনি। চিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার ভোর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত কৃষক নুরুল ইসলামের মৃত্যু হয় বনে পরিবারের সদস্যরা জানান।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উখিয়ার মনখালী, ছোয়াংখালী এবং মোছারখোলার সীমানায় গহীন পাহাড়ে হাতির পাল রয়েছ। একজন কৃষক তার ধান চাষে হাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হন।
উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দুর্জয় সরকার জানান, ছেফটখালী এলাকায় ধান চাষ দেখতে গিয়ে হাতির আক্রমণে নুরুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্থানীয় মেম্বার জাহেদুল আলম জানান, নিহত নুরুল ইসলামের বাড়ি ছেইংছড়ি হলেও তিনি বছর কয়েক আগে থেকে ছেপটখালী এলাকায় বসবাস করতেন। সেখানে পাহাড়ের ভিতরে কৃষি জমিতে ধান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , মঙ্গলবার সন্ধার পর পাহাড়ের পাদদেশে ধানখেতে হাতির পাল এসে শস্য নষ্ট করছে এমন খবর শুনে কৃষক নুরুল ইসলাম হাতিকে ধানখেত থেকে তাড়াতে যান, সেখানে হাতির আক্রমণে শিকার হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।