চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে কে কার প্রতিপক্ষ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ আসরের শেষ ১৬’তে উঠার লড়াইয়ে প্লে-অফ খেলতে হচ্ছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো জায়ান্টদের। সেখানে কে কার প্রতিপক্ষ হতে যাচ্ছে —এ নিয়ে ড্রর আগেই নিয়মানুযায়ী প্রতিটি দলের জন্যই সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় ছিল দুটি নাম। তবে ইতোমধ্যে অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়ে রিয়াল–সিটি ও বায়ার্ন–সেল্টিক প্লে–অফ লড়াই।

রিয়াল মাদ্রিদের জন্য একটি ছিল অপেক্ষাকৃত সহজ দল সেল্টিক, কিন্তু অপর দলটি অপেক্ষাকৃত কঠিন ম্যানচেস্টার সিটি। আবার ম্যানচেস্টার সিটির জন্য দুই প্রতিপক্ষই ছিল কঠিন। রিয়াল মাদ্রিদ ছাড়া অপর দলটি বায়ার্ন মিউনিখ। তবে প্লে-অফ ড্রতে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি পেয়েছে রিয়াল মাদ্রিদকেই। এ নিয়ে টানা চতুর্থ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নকআউটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি। সর্বশেষ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে হারিয়েছিল রিয়াল।

৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে লিগ পদ্ধতির প্রথম রাউন্ডে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। বাকি আট দল চূড়ান্তে প্লে–অফ খেলবে লিগ পর্বে ৯ থেকে ২৪তম হওয়া ১৬টি দল।

নিয়মানুযায়ী ড্রর আগেই চূড়ান্ত হয়ে যায়, ৯ ও ১০ নম্বরে থাকা দল প্লে-অফে পাবে ২৩ বা ২৪ নম্বর দলকে। এভাবে ১১/১২ খেলবে ২১/২২, ১৩/১৪ খেলবে ১৯/২০ ও ১৫/১৬ খেলবে ১৭/১৮ নম্বর দলের বিপক্ষে।

এমন নিয়মের কারণেই ২২তম হওয়া ম্যানচেস্টার সিটি জানত, প্লে-অফে তাদের প্রতিপক্ষ হবে ১১তম রিয়াল ও ১২তম বায়ার্নের যে কোনো একটি। পিএসজি প্লে–অফ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক ফরাসি ব্রেস্তকে। আর ইতালির জুভেন্টাস খেলবে ডাচ ক্লাব পিএসভি এবং এসি মিলান খেলবে ফেইনুর্দের বিপক্ষে। গত মৌসুমে ইউরোপা লিগ জেতা আটালান্টা খেলবে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে। স্পোর্টিং লিসবনের প্রতিপক্ষ সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড।

আগামী মাসে প্লে–অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শেষ ১৬’তে জায়গা করে রেখেছে লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা। প্লে–অফে বিজয়ী ৮ দল তাদের সঙ্গে শেষ ১৬ এর লড়াইয়ে যোগ দেবে।

প্লে–অফে কে কার মুখোমুখি
ব্রেস্ত–পিএসজি
ক্লাব ব্রুগে–আটালান্টা
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস–পিএসভি আইন্দোহভেন
ফেইনুর্দ–এসি মিলান
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–বরুশিয়া ডর্টমুন্ড
মোনাকো–বেনফিকা