চুয়েটে ভর্তি পরীক্ষা কাল, ক্যাম্পাসসহ ৪ উপকেন্দ্রে পরীক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক প্রথম বর্ষে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা শনিবার (১ ফেব্রুয়ারি)। সকাল সাড়ে ১০ টা হতে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত লিখিত পরীক্ষা ও দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে মোট ২০ হাজার ১২২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করবেন প্রায় ২২জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ও ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মিলে মোট ২২ হাজার ৬৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। তাদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার ১২২ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।এবার চুয়েট ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম শহরস্থ আরো ৪টি উপকেন্দ্রে ( চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল ও কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটির সভাপতি চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য আমরা ইতিমধ্যেই সব ধরণের প্রস্তুতি নিয়েছি। আমরা স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং যানবাহন সমিতিগুলোর সাথে সভা করে তাদের থেকে সহযোগিতা চেয়েছি৷ তারা সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। পরীক্ষার্থীদের সকল ধরণের সহায়তা করতে আমরা প্রস্তুত রয়েছি। আশা করছি সবার সহযোগিতায় সুন্দরভাবে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন হবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর লিখিত পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫ টি এবং ইংরেজী বিষয়ে ৫টি প্রশ্ন থাকবে।পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে ২২ ফেব্রুয়ারী (শনিবার) বিকাল ৫টায়।