টেকনাফ সীমান্তে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, কার্যকরী সীমান্ত টহল এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিগত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী ২ বিজিবির অধীনস্থ লেদা বিওপির আওতাধীন বিআরএম-১১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে।

নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত FURUNO RADAR-এর মাধ্যমে সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করে অধিনায়ক, ২ বিজিবি’র তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও লেদা বিওপি থেকে পৃথক দুটি দল মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীরে অবস্থানরত পাচারকারী দলটি পালানোর চেষ্টা করে।

মাদক পাচারকারীদের কয়েকজন নদী সাঁতরে সীমান্তের অপর প্রান্তে পালিয়ে যায় এবং বাকিরা কয়েকটি বস্তা ফেলে আলিখালের দিকে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যদের ধাওয়ার মুখে তারা রাতের অন্ধকারে খরেরদ্বীপ হয়ে মিয়ানমারে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করা হয়।

অভিযান শেষে বুধবার (২২ জানুয়ারি) ভোর পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়নের দলগুলো পুরো এলাকা তল্লাশি চালায়। এতে বিভিন্ন বস্তায় বিশেষভাবে প্যাকেটজাত ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাদক বহনে কোনো বাংলাদেশির সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।