আমেরিকাতে রীতিমতো নাটকীয় উন্নতি

রীতিমতো নাটকীয় উন্নতিই বলতে হয় এটাকে। করোনা ভাইরাসের আগ্রাসী থাবা শুরুর পর গত ৫২ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু নিউ ইয়র্কে! মাত্র একদিনের ব্যবধানে এই সংখ্যা ১৮৬ থেকে নেমে এসেছে মাত্র ৪১ জনে। কেবল নিউ ইয়র্কে নয়, গোটা আমেরিকাতেই এদিন মৃত্যুসংখ্যা আগের দিনের তুলনায় অনেক কমেছে। শনিবার যেখানে আমেরিকায় সবমিলিয়ে মারা যান ১ হাজার ৪২২ ব্যক্তি, সেখানে রোববার এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমে দাঁড়ায় ৭৫০ জনে। এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রে ৯ জন বাংলাদেশির প্রাণহানী ঘটলেও রোববার দেশটির কোথাও কোনো বাংলাদেশির মৃত্যুসংবাদ পাওয়া যায়নি। গত দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয় দিনের মতো মৃত্যুসংবাদহীন একটি দিন কাটালো এখানকার বাংলাদেশি কমিউনিটি।
মৃত্যুসংখ্যা ব্যাপাকভাবে কমে আসার পাশাপাশি কমেছে নতুন সনাক্ত এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও। বিশেষ করে নিউ ইয়র্কে নতুন সনাক্তের হার কমেছে তাৎপর্যপূর্ণভাবে।
রোববার এখানে ২৯ হাজারেরও বেশি মানুষের করোনা টেস্টে পজিটিভ হয় ২ হাজার ২৭৩ জনের। চিকিৎসায় সুস্থু হয়ে বহু মানুষ এদিন বাড়ি ফিরে যান। এখানকার বিভিন্ন হাসপাতালে কর্মরত কয়েকজন বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে রোববার কথা বলে জানা যায়, নিউ ইয়র্কের হাসপাতালগুলোতে অর্ধেকেরও বেশি আইসিও বেড (ভেন্টিলেটর সমৃদ্ধ) এখন ফাঁকা। এই রাজ্যে করোনার প্রকোপ দ্রুত বাড়তে থাকার সময় অন্যান্য রাজ্য থেকে যেসব ডাক্তার ও নার্স স্বেচ্ছায় এখানে ছুটে এসে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছিলেন তাদের অনেকে এরইমধ্যে ফিরে গেছেন। নতুন রোগীর সংখ্যা দ্রুত কমতে থাকায় বাকিরাও শিগগিরই নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।