বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববার(১৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল। আগে ব্যাট করে বরিশালকে ১২২ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আজ দলীয় ১৪ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। তামিম ইকবালের সঙ্গে আজ ওপেন করতে নেমেছিলেন ইংলিশ তারকা ক্রিকেটার ডেভিড মালান। মালানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন তামিম। সাজঘরে ফেরার আগে বরিশালের অধিনায়ক ১৪ বলে করেন ৮ রান।
তামিম রান আউট হয়ে ফেরার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয়। টাইগার এই ক্রিকেটার ৪ বলে ১ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহও দলের হাল ধরতে পারেননি। দলীয় ৩২ রানে মুশফিক এবং ৫৩ রানে আউট হন মাহমুদউল্লাহ।
৫৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বরিসশাল। তবে একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপরপ্রান্তে ছিলেন মালান। ইংলিশ এই ব্যাটার মোহাম্মদ নবীকে নিয়ে দলের হাল ধরেন। চাপ সামলে স্কোরবোর্ডে রান তুলেন এ দুইজন। দুজন মিলে শেষ পর্যন্ত গড়েছিলেন ৬৯ রানের অপরাজিত জুটি। এ জুটিতেই জয়ের বন্দরে ভিড়ে বরিশাল। দলকে জেতাতে ৫৬ রান করে অপরাজিত ছিলেন মালান।