কোপা দেল রে: এনদ্রিকের জোড়া গোলে কোয়ার্টারে রিয়াল

অবশেষে গোলখরা কাটলো এনদ্রিকের।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) রিয়াল মাদ্রিদের জার্সিতে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান কিশোর। এতে বড় জয় পেয়েছে রিয়ালও। কোপা দেল রে-তে সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে লস ব্লাঙ্কসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে স্বাগতিক রিয়ালকে প্রথমে লিড এনে দেন কিলিয়ান এমবাপে। ৩৭ মিনিটে দুরন্ত গতির কোণাকুণি শটে সেল্টা ভিগোর জাল কাঁপান তিনি।

৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। ২-০ তে এগিয়ে যাওয়ার পর বেঞ্চে থাকা তারকাদের পরখ করে দেখার উদ্যোগ নেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ৭৯ মিনিটে এমবাপেকে তুলে নিয়ে নামান এনদ্রিককে। তার আগে আর্দা গুলারের বদলি ব্রাহিম দিয়াজ ও লুকা মদ্রিচের বদলি ফেডেরিকো ভালভার্দেকে নামান আনচেলত্তি।

রিয়ালের রদবদলের মধ্যেই ঘুরে দাঁড়ায় ভিগো। ৮ মিনিটের মধ্যে দুই গোল করে সমতায় (২-২) ফেরে তারা। ৮৩ মিনিটে গোল করেন জোনাথন বাম্বা। ৯১ মিনিটে মাসকস অ্যালেনসোর পেনাল্টি গোলে ম্যাচে ফেরে ভিগো। এরপরই আনচেলত্তিকে দুয়ো দিতে শুরু করেন রিয়ালের সমর্থকরা।

বিজয়ী দল বের করে আনতে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেন রেফারি। এ সময় রিয়ালের আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তোলে ভিগো। অবশেষে অচলাস্থা ভাঙেন এনদ্রিক। ১০৮ মিনিটে গোলবক্সের লাইনের কাছ থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। রিয়াল ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ায় শুরু হয় স্বাগতিক দলের সমর্থকদের উচ্ছ্বাস।

৪ মিনিট পরই দুর্দান্ত এক গোল করেন ফেডেরিকো ভালভার্দে। ১১২ মিনিটে দূরপাল্লার রকেট শটে গোলবারের ওপরের কোণা দিয়ে বল জালে জমা করেন উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ও রাইট উইঙ্গার। এতে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

স্বাগতিকদের হয়ে সর্বশেষ গোলটি করেন এনদ্রিক। যা তার দ্বিতীয় গোল। গোড়ালির পেছন দিয়ে শট গোল করেন তিনি। ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় রিয়ালের।