ফিলিস্তিনের স্বাধীনাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য একটি যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি আলোচনার মধ্যে গত ১০০ দিনে উত্তর গাজায় নেতানিয়াহু বাহিনীর অভিযানে পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত কিংবা নিখোঁজ হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজায় ১০০ দিন ধরে চলমান ইসরাইলি হামলায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত কিংবা নিখোঁজ হয়েছে। এছাড়া এ অভিযানে অন্তত ৯ হাজার ৫০০ জন আহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। চলমান হামলায় সাড়ে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি। আর বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।
জাতিসংঘের তথ্য মতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসাথে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে।
এদিকে গাজায় ইসরাইলি হামলার মধ্যেই কাতারে চলছে যুদ্ধবিরতির আলোচনা। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছেন, ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি পৌছেঁ গেছে। যদি ট্রাম্প ক্ষমতায় আসার আগে চুক্তি না হয় তবে গাজায় সহিংসতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ কর্মকর্তারা।
গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের দুরা শহরে টানা তৃতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। শহরের কেন্দ্রস্থলে গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। দেইর ইস্তিয়ায় অভিযান চালিয়ে বহু যুবককে আটক করেছে ইসরাইলি সেনারা। এছাড়াও কয়েকটি নতুন এলাকায় চেকপোস্ট স্থাপন করে তারা।