কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাতে চকরিয়া-লামার সীমান্তবর্তী ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘূণিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কৃষকের নাম ফরিদুল আলম পুতু প্রকাশ পুতু (৪০)। তিনি ওই এলাকার মৃত আলী আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিন খাবারের সন্ধানে বন্য হাতি ওই এলাকায় ফসলি জমিতে হানা দেয়। কৃষক ফরিদুল আলম বন্য হাতির আক্রমণ থেকে তার লাউ ক্ষেত পাহারার উদ্দেশে বাড়ি থেকে যাওয়ার সময় বন্য হাতির আক্রমণের স্বীকার হন। তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও নিজেকে বাঁচাতে পারেননি। হাতির পায়ের আঘাতে পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, হাতির আক্রমণে ফরিদুল আলম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তার পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।