হ্নীলায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার থেকে মাদক নিয়ে অনুপ্রবেশের সময় সেদেশের এক নাগরিককে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেন বিজিবি সদস্যরা।

শনিবার (৪ জানুয়ারি) রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল সদস্যরা তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।

গ্রেফতার ব্যক্তি মিয়ানমার রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে মো. আব্দুর শুক্কুর (২১)।

কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদে খবর ছিল নাফনদী পেরিয়ে মিয়ানমারের রাখাইন থেকে টেকনাফ হ্নীলা পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করবে। এমন সংবাদ পেয়ে গত শনিবার ৪ জানুয়ারি রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা নাফনদী সাঁতরায়ে বস্তা কাঁধে বেড়িবাঁধের দিকে দু’জন ব্যক্তিকে আসতে দেখে। এসময় টহলদল তাদের আটকের চেষ্টা করলে একজন বস্তা রেখে পালালে, অপরজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাঁধে থাকা ও ফেলে যাওয়া দুই বস্তা থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কর্নেল আশিকুর আরও জানান, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করে আসছে। জব্দ করা ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার হয়েছে বলে জানান তিনি।