রেডমি নোট ৮ হ্যান্ডসেট বিক্রির রেকর্ড করলো শাওমি

জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ‌‘রেডমি নোট ৮’ মডেলের স্মার্টফোন বিক্রিতে রেকর্ড করেছে। ২০১৯ সালের আগস্টে অর্থাৎ চতুর্থ প্রান্তিকে বাজারে আসা এই মডেলটির ৩০ মিলিয়ন বা তিন কোটির বেশি সংখ্যক ইউনিট এ পর্যন্ত বিক্রি হয়েছে।

এর আগে, বাজারে আসার পর পরই এই মডেলের স্মার্টফোন বাজারের সর্বাধিক বিক্রি হওয়া শীর্ষ ১০ মডেলের স্মার্টফোনের মধ্যে জায়গা করে নিয়েছিল।

‌‘রেডমি নোট ৮’ মডেলের লাইনআপে আরো আছে রেডমি নোট ৮টি, রেডমি নোট ৮ প্রো। শাওমির ইতিহাসে এই মডেলটিই সবচেয়ে বেশি সংখ্যক বিক্রি হয়েছে।

শাওমির রেডমি ব্র্যান্ড ম্যানেজার লু উইবিং জানান, রেডমি নোট ৮ বাজারে আসার এক মাসেই ১০ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এর পর যখন বিশ্বব্যাপী বাজারজাত করার পর এক মাসেই ৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়। এভাবে বছরের একটি প্রান্তিকেই বিক্রির সংখ্যা এক কোটি ইউনিট ছাড়িয়ে যায়। চলতি বছর আরো দুই কোটি সংখ্যক ইউনিট বিক্রি হয়।

‌‘রেডমি নোট ৮’ লাইনআপের ‌‘রেডমি নোট ৮ প্রো-এর মাধ্যমে শাওমি প্রথমবারের মতো ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে বাজরে চমক নিয়ে আসে। ক্যামেরার কারণেই এই মডেলটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বাড়তি চাহিদা তৈরি হয়।