ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ১

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো: ছুরুত আলম (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে

র‌্যাব-১৫। আটক মাদক কারবারি কক্সবাজার সদর মডেল থানাধীন বড়ুয়া পাড়া এলাকার মোহাম্মদ ইসলাম এর ছেলে। র‌্যাব কর্তৃক প্রদত্ত প্রেস নোটে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে র‍্যাব-১৫ এ অভিযান পরিচালনা করেন। র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক, (ল এন্ড মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা) এর পক্ষে অধিনায়কের দেয়া প্রেস নোটে জানা যায়, যাত্রী বেশে একজন মাদক কারবারি মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে চট্টগ্রাম হতে কক্সবাজারে একটি বাসযোগে আসছে এমন একটি গোপন তথ্যে র‍্যাব-১৫ ব্যাটালিয়ন সদরের একটি চৌকস অভিযানিক দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উক্ত এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী বাসে তল্লাশি শুরু করেন।

এ সময় একটি বাসের একজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তার কাছে থাকা ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি তার নাম-ঠিকানা প্রকাশসহ সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিভিন্ন মাধ্যম হতে মজুদ করে বিভিন্ন স্থানের মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করতো বলে জানায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে,তিনি এরকম কোন অভিযানের তথ্য পাননি বলে জানান।