ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ভূয়সি প্রশংসা করেন চবি উপাচার্য

চবি ভিসির সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সাথে গত ৩০ ডিসেম্বর সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরীর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির জীবন সদস্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমানে নির্বাহী সদস্য আহমদ ইমরানুল আজিজ, তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক ও বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক হোসাইনী, প্রাক্তন তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক মুহাম্মদ আইয়ুব, দফতর সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল ও জীবন সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার তাঁর অফিসের সিন্ডিকেট সভাকক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরী ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার শুরুতে বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্ন ও প্রচেষ্টা উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অ্যালামনাইদের সহযোগিতা প্রত্যাশা করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পর গঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানামুখী সমস্যা, সমাধানে উদ্যোগ ও নিরলসভাবে কাজ করার ব্যাপারে বিস্তৃত আলোচনা করেন। চবি ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠিত অ্যালামনাই হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ভূয়সি প্রশংসা করেন। এছাড়া সক্রিয়, প্রাণবন্ত ও সৃজনশীল অ্যালামনাই অ্যাসোসিয়েশন হিসেবে আরো কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।