চট্টগ্রামের পটিয়ায় রবিউল হাসান ইবলু (৩২) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌর সদর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রবিউল হাসান ইবলু চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সবেক সহ-সভাপতি। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইব্রাহিম তালুকদার বাড়ির আবুল বশরের ছেলে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ নেতা ইবলু।
৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলা ভাঙচুরের ঘটনা, ১৮ জুলাই উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গ্রেপ্তার রবিউল হাসান ইবলু নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে প্রকাশ্যে দলীয় ক্যাডার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গুলি ও হামলা ভাঙচুর। বিরোধী রাজনৈতিক দলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করাসহ একাধিক অপরাধজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। জুলাই মাসে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন ইবলু। একাধিক ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে।