হালদায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলা, সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় প্রতিবাদকারীর ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সুয়াবিল শাহ ছোবহানিয়া সড়কের সামনে স্থানীয়রা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন। পরে প্রায় আধাঘণ্টা ধরে নাজিরহাট-কাজিরহাট সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

মানববন্ধনে বক্তব্য দেন আবুল কাশেম ফারুকী, মো. ইরফান উদ্দীন, আরমান উদ্দিন, এম এয়াকুব আলী বাদশা প্রমুখ।

বক্তারা বলেন, হালদা নদী দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। অথচ এ নদী থেকে অবাধে বালু তুলে জীপ গাড়ি বোঝাই করে বিক্রির কারণে আশপাশের রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

শুক্রবার (১৪ নভেম্বর) অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে সংগঠক আবু ফয়েজ তুহিনসহ এলাকাবাসী প্রতিবাদ জানালে এবং একটি জীপ আটকালে বালু-চক্রের সঙ্গে সম্পৃক্ত মো. জসিম ও তার সহযোগীরা ফয়েজ তুহিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনার প্রতিবাদে বক্তারা হালদা নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের পাশাপাশি হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে আহত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বালু তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার (১৪ নভেম্বর) পূর্ব সুয়াবিলে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানাতে গেলে ফটিকছড়ি উত্তর উপজেলা ইসলামী যুবসেনার সাধারণ সম্পাদক আবুল ফয়েজ তুহিনের ওপর সংঘবদ্ধ চক্র হামলা চালায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।