কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারায় গোসল করতে নেমে ছড়া খালের পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার(২৯ ডিসেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বালুচর দক্ষিণ ষোলহিচ্ছা এলাকার বগাছড়ি ছড়াখালে এই ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী স্কুলছাত্রীর নাম তছলিমা জান্নাত (১৬)। সে ওই এলাকার গিয়াস উদ্দিনের কন্যা ও স্থানীয় ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের দশম শ্রেণীর ছাত্রী।
স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. খালেদ চৌধুরী পানিতে ডুবে স্কুল ছাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির অদূরে বগাছড়ি ছড়াবখালে গোসল করতে যায় তছলিমা। এ সময় ছড়া খালের পানিতে ডুব দেওয়ার পর সে উঠেনি। পরে সাথে থাকা অপর শিশুরা তাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তছলিমার মরদেহ ভেসে উঠে পানিতে।