মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : :
মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী উৎসব সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বর্ণিল আয়োজনে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় ৪ হাজার বন্ধুরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলো নিজেদের কৈশোর।
পায়রা উড়ানোর মধ্যে দিয়ে পুর্নমিলনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয় এবং ম্যাগাজিন ‘রিস্তা’র মোড়ক উন্মোচন করা হয়।
রজতজয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তসলিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভোটিক্স এন্ড মেক্যাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিফাতী আরমান, নিখাদ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ। বিকেলে দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক এমডি এম. মহিউদ্দিন চৌধুরী।
দুপুরের মধ্যাহ্ন ভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ঢাকার জনপ্রিয় ব্যান্ড ‘সিলসিলা’ কর্তৃক পরিবেশিত হয় মনোমুগ্ধকর কাওয়ালি সন্ধ্যা। র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় রজতজয়ন্তী উপলক্ষে পুর্নমিলনী উৎসব।