জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বিপক্ষে ৭ রানের রোমাঞ্চকর জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা।
সিলেটে শনিবার (২১ ডিসেম্বর) এলিমিনেটর রাউন্ডে খুলনার ১৪৬ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে চট্টগ্রাম। খুলনার পক্ষে ৩৯ বলে ৫২ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন নুরুল হাসান সোহান।
এদিন রান তাড়ায় নেমে ৬৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল চট্টগ্রাম। এরপর ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসান হাল ধরে দলকে জয়ের আশা দেখান। ১৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ১১৭ রানে ইয়াসির রাব্বি আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন নাঈম। তবে মেহেদী হাসান রানার ১৯তম ওভারে রান তুলতে ব্যর্থ হন নাঈম। ওই ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম। শেষ ১২ বলে যখন ২৫ রান দরকার তখন ১৯তম ওভারে আসে মাত্র ১ রান।
তাতে শেষ ওভারে নাঈম ২ চার ও ১ ছক্কার সাহায্যে ১৬ রান তুললেও সেটি কোনো কাজে আসেনি। কেবল কমেছে হারের ব্যবধান। ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন নাঈম। সমান সংখ্যক বল ও বাউন্ডারিতে ৩৭ রান করেন ইয়াসির। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ২৩ রান করেন শাহাদাত হোসেন দীপু। ১৪ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ১ ছক্কার মারে।
খুলনার পক্ষে দারুণ বোলিং করেছেন পেসার মেহেদী হাসান রানা। ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট নেন তিনি।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে গিয়েছিল খুলনা। ৩৯ বলে ৬ চার ও ২ ছক্কার মারে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন সোহান। এছাড়া আজিজুল হাকিম তামিম ২০, নাহিদুল ইসলাম ১৮ ও ইমরুল কায়েস ১৭ রানের ইনিংস খেলেন। চট্টগ্রামের পক্ষে ২৬ রান খরচায় ৪ উইকেট নেন আহমেদ শরিফ। ২০ রান খরচায় ৩ উইকেট নেন ফাহাদ হোসেন।
এলিমিনেটর রাউন্ডে হারায় এনসিএল টি-টোয়েন্টির চলতি আসর থেকে ছিটকে গেল চট্টগ্রাম। অন্যদিকে শিরোপার পথে টিকে রইল খুলনা। আসরের ফাইনাল নিশ্চিত করতে তাদের লড়তে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে রংপুর ও ঢাকার মধ্যকার পরাজয়ী দল।