পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাত

ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিএনপির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ড. মাহদী আমিন। এসময় পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।